পোশাক নিয়ে নারীদের প্রতিনিয়ত সমালোচনার শিকার হতে হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই চিত্র নিত্যকার। আর নারী তারকা হলে তো কথাই নেই। দেশি-বিদেশি সব নারী তারকার ছবিতেই আপত্তিকর মন্তব্যের ছড়াছড়ি।
এই নারী বিদ্বেষের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। একটি সাহসী ছবি পোস্ট করেই তিনি প্রতিবাদ জানিয়েছেন। তবে সেটা ভিন্ন আঙ্গিকে।
নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৮ মার্চ) একতি ছবি পোস্ট দেন ঊষসী। সেখানে তার পরনে রয়েছে সাইড স্লিট। চেয়ারে এক পায়ের উপর আরেক পা রেখে বসেছেন। ফলে তার পায়ের অনেকখানি অংশ অনাবৃত।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘নিন এবার শুরু করে দিন… অমুকের মেয়ে তমুকের নাতনি পা বের করা জামা পরেছে– এ মা ছি ছি! আপনাদের সুবিধার্থে আমিই শুরু করে দিলাম।”
নিজেকে নিজে ট্রলের মাধ্যমে মূলত সমালোচকদের একহাত নিয়েছেন ঊষসী। এরপর অভিনেত্রী লিখেছেন, ‘যাইহোক, নারীদের পোশাক নিয়ে ট্রল করা সব নারী-পুরুষকে শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা’।
প্রসঙ্গত, ঊষসী কেবল একজন অভিনেত্রীই নন, তিনি লেখিকাও। নারীদের মন-মানসিকতার নানা দিক নিয়ে তিনি ‘মেয়েঘেঁষা লেখারা’ নামের একটি বই লিখেছেন। এছাড়া ঊষসী সাংবাদিকতাও করেছেন।
জনপ্রিয় টিভি সিরিয়াল ‘শ্রীময়ী’তে অভিনয় করে জনপ্রিয়তা পান ঊষসী। সেখানে তিনি অভিনয় করেছেন ‘জুন আন্টি’ চরিত্রে। নেতিবাচক হলেও এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন।