রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী দীর্ঘদিন ধরে রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এর সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে র্যাব-৩ এর একটি বিশেষ দল গতকাল মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সাদ্দাম হোসেন সাব্বির ওরফে সিটু সাব্বির ওরফে সাগর (২১) এবং মো. জালালকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি চাকু উদ্ধার করা হয়।
সাদ্দাম হোসেন সাব্বির সিটু সাব্বির গ্রুপের নেতা। তার বিরুদ্ধে ৪টি মামলা চলমান রয়েছে। জালাল ওরফে পিচ্চি জালাল সিটু সাব্বিরের সহযোগী।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কাজে অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।