ওয়ালটন জাতীয় জুনিয়র (অ-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও নারায়ণগঞ্জের মোর্তুজা মাহাথির ইসলাম তৃতীয় স্থানে।
বালিকা বিভাগে সপ্তম রাউন্ড শেষে পূর্ণ সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম দ্বিতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে ৩ দাবাড়ু বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও ইশরাত জাহান দিবা, চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা।
আজ ওপেন বিভাগের সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত ক্যান্ডিডেট মাস্টার নীড়কে, ফিদে মাস্টার তাহসিন দিব্য দাসকে, সাকলাইন সিয়াম চৌধুরীকে, সাগর মোঃ আনোয়ার হোসেনকে, ম্যাথিয়াস সজিব দাসকে, তাহমিদ কাজী আফসান রওনক আনানকে, শফিত সাফায়েত কিবরিয়াকে, সৌরদীপ মোঃ রাশেদুজ্জামান রাকিবকে ও জহির মোঃ আজবাহাউদ্দিন খানকে পরাজিত করেন।
বালিকা বিভাগের সপ্তম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা ওয়াদিফা আহমেদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত সপ্তর্ষি রহমানকে, প্রিমা নুশরাত জাহান আলোকে, দিবা ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, জান্নাত মেহজাবিন আক্তার জুবায়দাকে, সিমন আহমেদ জারিন তাসনিমকে, আলিজা নুসাইবা ইসলাম আরিশা হোসেন তুবাকে, আয়েশা শ্রেয়া পোদ্দারকে, মারযুকা মোকাররমা মেহরিন আক্তার প্রিয়তিকে ও মোছাম্মৎ তানিজিনা আক্তার চম্পা অপ্সরা আলী খানকে পরাজিত করেন। জারিন অর্পার সাথে ড্র করেন। দুই বিভাগের অস্টম রাউন্ডের খেলা আগামীকাল মঙ্গলবার।