সময়ের জনপ্রিয় নির্মাতাদের একজন কাজল আরেফিন অমি। তার নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। তৃতীয় সিজনের পর নাটকটির চতুর্থ সিজন নিয়ে শিগগিরই দর্শকের সামনে হাজির হবেন তিনি।
তার আগেই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তারকাদের নিয়ে তিনি নির্মাণ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘দই’।
সম্প্রতি অমি তার ফেসবুক পেজে একটি প্রমোশনাল দাওয়াত পোস্টার পোস্ট করেন। সেখানে বর পক্ষে রয়েছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, মুসাফির সৈয়দ বাচ্চু, শরাফ আহমেদ জীবন, সিফাত শাহরিন, রত্না খান, তামিম মৃধা, শিমুল শর্মা। অন্যদিকে, কনে পক্ষে রয়েছেন চাষি আলম, জিয়াউল হক পলাশ, পাভেল, আবদুল্লাহ রানা, পারসা ইভানা, লামিমা, সুমন পাটোয়ারি ও শাওন।
নাককটি নিয়ে কাজল আরেফিন অমি বলেন, “এবারের ভালোবাসা দিবসে আমার একমাত্র কাজ ‘দই’। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজটি করেছি। আশাকরি দর্শকরা দারুণ উপভোগ করবেন।”
তিনি আরও জানান, হাস্যরসের পাশাপাশি নাটকটির মাধ্যমে সমাজকে একটি মেসেজ দেওয়া হয়েছে। এতে থাকছে চমৎকার হাস্য-রসাত্মক একটি গানও।
উল্লেখ্য, বর্তমান সময় নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় কারিগর বলা হয় কাজল আরেফিন অমিকে। কারণ তিনি যাই নির্মাণ করেন, তাই জিতে নেয় দর্শকদের মন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণ করে দর্শকের ব্যাপক প্রশংসার পাশাপাশি বেশ কিছু পুরস্কারও ঘরে তুলেছেন তিনি।