সিএনএম ২৪ডটকমঃ
একাধিকবার চেষ্টা করেও কুকুরটিকে মাঠ থেকে বের করা যায়নি। ওর ছোটাছুটিতে বারবার বিঘ্ন হচ্ছিল খেলা। গত শুক্রবার সার্বিয়ার দ্বিতীয় বিভাগের দুই দল রাদনিকি ১৯২৩ ক্রাগুয়েভাক ও কলুবারা লাজারভাকের মধ্য চলছিল এক প্রীতি ফুটবল ম্যাচ। সেই ম্যাচে কোনো খেলোয়াড় নয়, বরং একটি কুকুরকে লাল কার্ড দেখান রেফারি!
বেলগ্রাদের পত্রিকা স্পোর্টস্কি জার্নালে ছাপা হওয়া এক ছবিতে দেখা যায়, আচমকাই মাঠে ঢুকে পড়ে বলের পেছনে বারবার ছুটতে থাকা ওই কুকুরের কপালে শেষ পর্যন্ত লাল কার্ড জুটে।
জানা যায়, এর আগে একাধিকবার চেষ্টা করেও কুকুরটিকে মাঠ থেকে বের করা যায়নি। ওর ছোটাছুটিতে বারবার বিঘ্ন হচ্ছিল খেলা। তাই শেষ পর্যন্ত রসিকতা করে ওকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন রেফারি।