বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ১২.০৭ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশে ৫ বছর আগে এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি শিপনকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা থানার চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে ৫ বছর বয়সী এক শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী শিপন শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে

এ ঘটনায় শিশুটির মা ওইদিনই চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কর্মকর্তা মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২১ জুন আদালতে শিপনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই আসামি শিপন আত্মগোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। অবশেষে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com