সিএনএম প্রতিনিধিঃ
মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গড়পাড়া এলাকা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসব গাঁজা সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে এক নারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রাত ৯টার দিকে মানিকগঞ্জ র্যাব-৪ সিপিসি ৩ এর এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সদর উপজেলার চান্দইর এলাকা থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে চান্দইর এলাকার সাদেকুর রহমান সাদেকের স্ত্রী আকলিমা আক্তার স্বপ্না (২৫) এবং সদর উপজেলার বাঙ্গালা এলাকার মৃত দারু মিয়ার ছেলে উজ্জ্বল হোসেনকে (৩০) আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান র্যাব-৪ এর এএসপি উনু মং।