সিএনএম প্রতিনিধিঃ
রংপুরে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে তাদেরকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর ধাপ সর্দার পাড়া গ্রামের আজিজ উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (৫২), উত্তর হাসনা বাজার গ্রামের হোসেন আলীর ছেলে হেলাল মিয়া (৩৭) ও নিয়ামত পান্ডার দিঘি গ্রামের মনমুর আলীর ছেলে খোরশেদ আলম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর ধাপ এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বাজনদের হয়রানি করে আসছে একটি দালাল চক্র।
মঙ্গলবার বিকালে রোগী ও তাদের স্বজনদের সাথে মারমুখি আচরণের পর টাকা দাবি করে দালাল চক্রটি।
গোপন সংবাদের ভিত্তিতে ধাপ জেলরোডস্থ পপুলার-২ ও অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে দালাল চক্রের ওই ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিকিৎসা দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।