বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

  • আপডেট সময় বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১২.৩৪ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে
নাশকতা মামলায় কাউন্সিলর ইকবাল হোসেন আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা নাশকতা মামলায় নাসিক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেনকে (৪২) আটক করেছে র‌্যাব-১১।

বুধবার(৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী। তার আগে গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করা হয়।

আটক ইকবাল হোসেন মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা হয়েছে। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গরু চুরির মামলায় আটক হয়ে কারাভোগও করেছে এই জনপ্রতিনিধি।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের দিন সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল মোড় এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করা হয়। ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়। কাউন্সিলর ইকবাল হোসেন ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com