সিএনএম সংবাদদাতা:
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকীর কর্মসূচি তিতাস উপজেলা বিএনপি পৃথক পৃথক ভাবে ভিন্ন স্থানে পালন করেছে।
বৃহস্পতিবার উপজেলার গাজীপুরে তিতাস ভবনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে কাঙালি ভোজ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন তিতাস বিএনপির আহবায়ক ওসমান গণি ভুইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এবং ৪ জন যুগ্ম আহবায়কসহ অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অপরদিকে উপজেলা বিএনপির অপর অংশ জিয়ারকান্দিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদত বার্ষিকী পালন করেছে। সেখানে নেতৃত্ব দিয়েছেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক ধারণ সম্পাদক ও তিতাস বিএনপি নেতা সাদেক হোসেন চেয়ারম্যান এবং তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম সরকার। সাথে ছিলেন তিতাস উপজেলা বিএনপির ১০ জন যুগ্ম আহবায়ক এবং কর্মী সমর্থকগণ।
জিয়ারকান্দিতে আলোচনা সভা শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে কাঙালী ভোজ বিতরণ করা হয়।