শুধুই শব্দ সাগরেশা
হনাজ পারভীন মিতা
সুন্দর সাজানো গোছানো মুখ,
ঠোঁটে মৃদু হাসি ,কপালে কালো টিপ,
বেলজিয়ামের ঝকঝকে স্বচ্ছ আয়নায়;
তুমি যাকে দেখো অনবরত ভাবনায়।
দেখো কি তার দহন ওই দুচোখে,
কি বিষন্নতা! কাকচক্ষুর আড়ালে,
চিতার আগুনের দাবানল ও স্ফুলিঙ্গে;
কত ঘন বন পুড়ে যায় ,তার হৃদয় অঙ্গে।
বর্ণীল ঝর্নাধারা,বয়ে চলে সেই প্রান্তর জুড়ে?
তুমি জানো না তা, কি সে দুঃখ আড়ালে।
তুমি শুধু দেখো ওই হাসি মাখা মুখ,
পৃথিবীর বুকে টিউলিপের রঙিন সুখ।
ওই মেয়েটির বুকে কত কান্নার ঢেউ,
উন্মত্ত পদ্মার মত শুধুই পাড় ভাঙ্গে কেউ!
ভেঙ্গেচুড়ে সে নিজেকে নতুন করে গড়ে,
সাজায় নতুন ঘর ,শুধুই শব্দ সাগরে।
কবিতা তার মুক্তির কথা বলে ধরনীর পরে
চে গুয়েভারার মত বিপ্লবে কাব্যে ও কবিতায়,
যে মুক্তি ওই ছায়াপথের নিস্তব্ধতার আড়ালে
শুধুই অবারিত আলোকের ঝর্নাধারায়।
পাহাড় পর্বত ও সাগরের বুকে,
ছন্দে ছন্দে বয়ে চলে সে,
সেই মেয়েটির প্রতিবিম্ব দৃষ্টি সম্মুখে
আয়নায় জ্বলজ্বলে মুখ নৈশর্গ প্রেমে।