সিএনএমঃ
র্যাব- ১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার।
সোমবার (১৯ ডিসেম্বর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দারুস্ সালাম সোহান (১৯), পিতা-মোঃ হানিফ, সাং- শুভাঢ্যা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়।
গতকাল রবিবার ১৮ ডিসেম্বর র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ ০১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিহাদ সিকদার (২৪), পিতা- মোঃ আলাউদ্দিন সিকদার, সাং- উত্তর কোলাপাড়া, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়।