নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় একটি বাস, চারটি ট্রাক এবং চারটি কার্ভাডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬ টায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলে দুর্বৃত্তরা গাড়িগুলোতে আগুন দেয়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
হেফাজতের ডাকা হরতালে রোববার সকাল থেকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা। ফজরের নামাজের পর থেকে হরতালের সমর্থনে রাস্তায় টায়ার জ্বালিয়ে শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।