সিএনএমঃ
রাজধানীর কদমতলী-শ্যামপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা গুমরে গুমরে কাঁদছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা-০৪ এর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর শ্যামপুর বালুর মাঠে কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯,৬০ ও ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সানজিদা খানম বলেন, ২০০৮ সালের নির্বাচনে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল বলে নৌকা মার্কা বিপুল ভোটে জয়লাভ করেছিল। কিন্তু ২০১৪ সালের পর থেকে দলের নেতা-কর্মীরা গুমরে গুমরে কাঁদছে।
সন্ত্রাসীদের জেল থেকে বের করে স্থানীয় সংসদ সদস্য কাজে লাগাচ্ছেন এমন অভিযোগ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার নির্দেশে আমরা তাকে এমপি বানিয়েছিলাম। আর আজ বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাসীদের সভাপতি-সম্পাদক করছে জাতীয় পার্টি। তাদের চাপের মুখে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অসহায়।
২০২৪ সালের ৮ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সানজিদা খানম বলেন, আমরা মাঠে ছিলাম, থাকব- মাঠই আমাদের ঠিকানা। বঙ্গবন্ধুকন্যাকে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।