বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মা ও মেয়েকে গলা কেটে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১১.২০ এএম
  • ৪১৭ বার পড়া হয়েছে
মা ও মেয়ে গলা কেটে হত্যা

সিএনএম  প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে বাহুবল উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। অন্যদিকে আহত ব্যক্তির নাম আলীকে। তাকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় ফিরে দেখতে পান তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও মেয়ে দুজনেরই গলায় কাটা দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com