ভোজ্যতেল বিক্রিতে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চৌমুহনী কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দুটি দোকানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে দোকানে মজুত রাখা দুই হাজার লিটার তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।
শনিবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের জে আলম স্টোরে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এগুলো ঈদের আগে কিনে দোকানের গেডাউনে মজুত করে রাখা ছিল। আগে মজুত করা এসব তেল দোকানটি বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করছিল। এজন্য তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এসএম এন্টারপ্রাইজ নামের একটি দোকানে আগে কেনা ৫০০ লিটার তেল পাওয়া যায়। তারাও বেশি দামে তেল বিক্রি করছিল। এজন্য তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।