সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কলেজছাত্রীর ছবি এডিট করে ফেসবুকে পোস্ট, চা বিক্রেতা আটক

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ১১.০১ এএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক কলেজছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. আউয়াল মিয়া (৩৮) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলার পানাহার বারুক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক চা বিক্রেতা মো. আউয়াল মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। উপজেলার পানাহার বারুক বাজার ব্রিজের পশ্চিম পাড়ে তার একটি চায়ের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার একটি কলেজে অধ্যয়নরত এক ছাত্রী ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে আসার পর থেকে চা বিক্রেতা আউয়াল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন আসছিল। এর মধ্যে ওই ছাত্রীর ছবির সঙ্গে চা বিক্রেতা তার নিজের ছবি এডিট করে জোড়া লাগিয়ে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি কলেজছাত্রী জানতে পেরে বুধবার করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত একটি অভিযোগ করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আউয়াল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার মোবাইল ফোন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com