শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল ইয়াবাসহ ২জন মাদকসেবীকে আটক সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : আব্দুস সালাম পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সড়ক ইশরাকের শপথ নেয়ার আইনি কোনো সুযোগ ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ গ্রেপ্তার দেড় মাসে ও ধর্ষিতার মামলা নেয় নি যাত্রাবাড়ি থানা পুলিশ ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে

জ্বালানির বিকল্প বাজার খুঁজছে রাশিয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১০.৫৯ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স

শিগগিরই ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করবে রাশিয়া; পরিবর্তে এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলের বাজারগুলোকে এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার জ্বালানি, বিশেষ করে তেল ও কয়লার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ভাষণে বলেছেন তিনি।

বৃহস্পতিবারের ভাষণে পুতিন বলেন, ‘এখন আমাদের (জ্বালানির) বিকল্প বাজার খোঁজা জরুরি। এটি আমাদের মেনে নেওয়া উচিত যে, নিকট ভবিষ্যতেই পশ্চিমা দেশগুলোতে আমাদের জ্বালানি সরবরাহ কমিয়ে আনতে হবে।’

‘এ কারণে এখন বিশ্বের পূর্ব(এশিয়া) ও দক্ষিণাঞ্চলীয় দেশগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের। সেসব দেশে জ্বালানির চাহিদা বেশ দ্রুতহারে বাড়ছে। তবে এই কাজটি আমাদের করতে হবে ধাপে ধাপে। প্রথম ধাপে ওইসব অঞ্চলে জ্বালানি রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতে মনযোগ দিতে হবে।’

রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপের বার্ষিক জ্বালানি গ্যাসের চাহিদার ৪০ শতাংশ সরবরাহ আসে রাশিয়া থেকে। এছাড়া রাশিয়ার কয়লা ও তেলের ওপরও ইউরোপের নির্ভরশীলতা অনেক।

গ্যাসের ওপর যদিও এখনও নিষেধাজ্ঞা দেয়নি ইউরোপ, তবে ইউরোপের দেশসমূহের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, আগামী ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করবে ইউরোপ।

এ সম্পর্কে ভাষণে পুতিন বলেন, ‘রাশিয়ার পরিবর্তে বিকল্প উৎস থেকে জ্বালানি কেনার যে সিদ্ধান্ত ইউরোপ নিয়েছে, তার ফলে পুরো বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। নিঃসন্দেহে সেই প্রভাব হবে খুবই যন্ত্রণাদায়ক; এবং তার প্রথম ভুক্তভোগী হবে ইউরোপ নিজেই।’

‘কারণ, রাশিয়া যে দামে ইউরোপে প্রতি বছর জ্বালানি সরবরাহ করে, বিশ্বের অন্য কোনো দেশ বা অঞ্চলের পক্ষে এই মুহুর্তে এই দামে জ্বালানি সরবরাহ করা সম্ভব নয়। প্রাথমিকভাবে ইউরোপ জ্বালানির জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে, তবে যে দামে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্যাস কিনবে— তা অনেক বেশি। এতটাই বেশি, যে এ কারণে ইউরোপের সাধারণ জনগণের জীবনযাত্রার মান নেমে যাবে।’

সূত্র: সিএনএন, রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com