শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে: ফখরুল ইয়াবাসহ ২জন মাদকসেবীকে আটক সকল ষড়যন্ত্র রুখে দিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : আব্দুস সালাম পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার থানা থেকে লুট করা পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের সড়ক ইশরাকের শপথ নেয়ার আইনি কোনো সুযোগ ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ গ্রেপ্তার দেড় মাসে ও ধর্ষিতার মামলা নেয় নি যাত্রাবাড়ি থানা পুলিশ ন্যায় বিচার পেতে বিভিন্ন দপ্তরে শিশু সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে

মুশফিকের ‘রিভার্স সুইপে’ সম্মানে টান পড়েছে বাংলাদেশের

  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ১০.০৬ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

অফ স্পিনার সাইমন হারমারকে সুইপ করে বাউন্ডারি মেরে নিজের ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিক। এর পরেই যেন মনোযোগ হারিয়ে বসলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এক বল পর রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ বাড়ালেন। আউট হয়ে ধরলেন প্যাভিলিয়নের পথ। সে সময় দলের ত্রাতা হয়ে উইকেটে টিকে ছিলেন মুশফিক। তার ব্যাটেই ফলোঅন কাটানোর স্বপ্ন বুনেছিল সফরকারীরা। কিন্তু মুশফিকের অমন ‘কাণ্ডজ্ঞানহীন’ আউটের পর আর ফলোঅন এড়াতে পারেনি টাইগাররা।

যদিও বাংলাদেশ দলকে ফলোঅন করায়নি দক্ষিণ আফ্রিকা। তবুও ব্যাপারটি একেবারেই মানতে পারছেন না বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। টেস্টের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে মুশফিকের রিভার্স সুইপ খেলার ব্যাখ্যা নেই সুজনের কাছে, এমনকি সুজন নিজেই জানতে চান এর কারণ। সঙ্গে ফলোঅন কাটাতে না পারার ব্যাপারটিকে ‘সম্মানহানিকর’ বলছেন তিনি।

যোগ করেন সুজন, ‘খুবই অপ্রত্যাশিত যে ওই সময় ওরকম একটা শট খেলবে কেউ। ওর মতো এত অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে তো অবশ্যই আমরা আশা করব না। ব্যাখ্যাটা কি আমি আসলে বলতে পারব না। সে ভালো জানে। সত্যি কথা বলতে দুর্ভাগ্যজনক।’

সুইপ বা রিভার্স সুইপ করতে গিয়ে মুশফিকের আউট হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও নানা সময়ে বিভিন্ন সংস্করণে গুরুত্বপূর্ণ সময়ে একই শটস খেলতে গিয়ে নিজের উইকেট উপহার দেওয়ার নজির আছে তার। এজন্য অনেক সমালোচিত আর প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাকে। সেসব বিবেচনায় রেখেও টেস্টে লাঞ্চের ঠিক আগে দলের বিপদের মধ্যে এমন শট, ৮০ টেস্ট খেলা একজন খেলোয়াড়ের ক্ষেত্রে চরম বিস্ময়কর। টিম ডিরেক্টরও তুললেন সেই প্রশ্ন।

সুজন বললেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টিতে আমরা জানি রান করতে হয়। সেখানে ঠিকাছে (রিভার্স সুইপ)। টেস্টে যখন পরিস্থিতি দাবি করে টিকে থাকার সেখানে এরকম শট। উত্তরটাই সেই দিতে পারবে কেন এরকম শট। তবে আমরা এটা আশা করিনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com