শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

আবাসিক হোটেলের আড়ালে চলছিল ইয়াবা ব্যবসা

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৫.০৫ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকায় একটি চক্র দীর্ঘ দিন ধরে আবাসিক হোটেলের আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই চক্রের আরও তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ভাটারা থেকে একজন, নিকুঞ্জ থেকে একজন ও কাফরুল থেকে একজনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩৪ লাখ টাকা।

শনিবার (৯ এপ্রিল) ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান বলেন, একটি চক্র ভাটারা থানাধীন হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে গোপন সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ এপ্রিল) রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে হোটেল মালিক ও ম্যানেজারসহ এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ টাকা।

তিনি বলনে, প্রথমে গতকাল রাতে আবাসিক হোটেলটিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে রাজধানীর নিকুঞ্জ, কাফরুল ও ভাটারা এলাকা থেকে বাকি তিন জনকে আটক করা হয়। বাকি তিনজনের কাছ থেকে ১১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com