বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নেপালের সঙ্গে বাণিজ্য বাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সন্তোষ

  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১২.৩২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে নেপালের সঙ্গে বাণিজ্য বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। একই সঙ্গে তিনি বাণিজ্য সম্ভবনা বৃদ্ধির লক্ষে দু’দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ-নেপালের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকাস্থ নেপাল দূতাবাসের আয়োজনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দু’দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে মনে করেন শাহরিয়ার আলম। তিনি বলেন, সার্ক ও বিমসটেকের সদর দপ্তর কাঠমান্ডু ও ঢাকায় হওয়ায় এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি অর্জনে আমাদের অবদান রাখতে হবে।

একই দিন নেপালের বাংলাদেশ দূতাবাস সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাঠমান্ডুতে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খাড়কা বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধনের স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও নেপাল উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করতে একে অপরের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com