দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ৭৩৯ নার্সের চাকরি স্থায়ী করা হয়েছে। তারা ২০১৩ সালে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের আলাদা ৬টি অফিস আদেশে তাদের চাকরি স্থায়ী করা হয়।
অফিস আদেশে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তারের স্বাক্ষর রয়েছে।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় ২০১৩ সালে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সরা বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য প্রতিষ্ঠানে যোগদান করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব সিনিয়র স্টাফ নার্সদের চাকরি নিয়মিতকরণ করায় ওই পদে চাকরির সময় ২ (দুই) বছরের বেশি এবং সন্তোষজনক হওয়ায় যোগদানের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হলো।
অফিস আদেশের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নার্সিং মিডওয়াইফারি বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।