1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের সিএমএম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ডে পাঠায়। এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আরও পড়ুন: জামিন পেলেন বিচারপতি মানিক পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। এরপর গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কানাডায় সেক্টর কমান্ডার বীর উত্তম সি আর দত্তের মৃত্যুবার্ষিকী পালিত মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মাশরাফী বিন মোর্তুজাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী গ্রেফতার M A

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট প্রভাব ফেলেছে বাংলাদেশ ক্রিকেটে

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১০.২০ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার এই সংকটে রাস্তায় নেমে এসেছেন দেশটির সাবেক অধিনায়ক সনৎ জয়াসুরিয়াও/সংগৃহীত

তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে পড়েছে দ্বীপদেশটি। শ্রীলঙ্কায় প্রতি কেজি চালের মূল্য প্রায় ৫০০ রুপি। এক কাপ চা বিক্রি হচ্ছে ৩০ রুপিতে। আপেলের কেজি ঠেকেছে ১ হাজারে। বিপর্যয়ের পড়া শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন ধরেছে। জোট থেকে বেরিয়ে যাচ্ছেন সংসদ সদস্যরা। এসব কিছু প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটে।

শ্রীলঙ্কার এমন ভঙ্গুর দশার খানিকটা আঁচ লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। তবে এমন অবস্থায় বাংলাদেশকে আতিথেয়তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরের সঙ্গে মাঠ সংকটে আয়ারল্যান্ড সফরও সম্ভব হচ্ছে না।

বিকল্প ভাবনার কথাও জানান দুর্জয়, ‘আমরা অন্যত্র চেষ্টা করছি। সিরিজ খেলতে না পারলেও যেন ভিন্ন কন্ডিশনে গিয়ে ক্যাম্প করা যায় সেই চেষ্টা করছি। এখানে আইসিসির হস্তক্ষেপের কিছু নেই। এটা দুই বোর্ডের আলোচনা। কোনো বোর্ড অপারগ হলে তো চাপ দিতে পারি না। ওরা কিন্তু বাতিল করে দেয়নি, স্থগিত করেছে, অর্থাৎ এ মুহূর্তে পারছে না।’

শ্রীলঙ্কা তাদের এই টালমাটাল অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ সরকারের কাছে আবার ঋণ সহায়তা চেয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ডকেও সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিসিবি। প্রয়োজন পড়লে আবার শ্রীলঙ্কা ক্রিকেটের পাশে দাঁড়াবে টাইগার বোর্ড।

বিসিবি পরিচালক দুর্জয় বলছিলেন, ‘প্রভাব পড়া খুবই স্বাভাবিক। একটা দেশে যদি চলাচল না করা যায়, খাবারের সংকট থাকে, বিদ্যুৎ নেই এটাও একটা বড় ইস্যু। কী হবে এটা এখনও বলা যাচ্ছে না। জাতীয় দলের কথা বলতে পারব না। তারপরও একটা প্রভাব পড়ার শঙ্কা তো আছেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের সিএমএম আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ডে পাঠায়। এর আগে, ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। আরও পড়ুন: জামিন পেলেন বিচারপতি মানিক পুলিশ জানায়, রাতে অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেটকারে ধোবাউড়া সীমান্তে আসে। স্থানীয় জনতা টের পেয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চারজনকে আটক করে। এরপর গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com