রবিবার, ২২ জুন ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২ কোটি টাকা ব্যয়ে মসজিদ বানালেন নায়িকা রোজিনা

  • আপডেট সময় শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৯.১৩ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

আশির দশকের ঢালিউডের জনপ্রিয় নায়িকা রোজিনা। বাংলা চলচ্চিত্রে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। গুণী এই নায়িকার শৈশব-কৈশরে বেড়ে উঠেছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়।

শৈশবের স্মৃতি বিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি করেছেন তিনি। তুরস্কের নকশায় করা মসজিদটির নাম দিয়েছেন তিনি নিজের মায়ের নামে-‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ করে শুক্রবার (১ এপ্রিল) জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন করা হয়।

মসজিদ নির্মাণ প্রসঙ্গে নায়িকা রোজিনা বলেন, ‘জম্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। শত ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। তারপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে দৃষ্টিনন্দন মায়ের নামে মসজিদটি নির্মাণ করছি।’

তিনি আরও বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে। সকলের সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব।

মসজিদ উদ্বোধনে অতিথিদের সঙ্গে মোনাজাত করছেন রোজিনা

এসময় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘রোজিনা তার এলাকায় এত্ত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে আসলেই এটা ভালো কাজ। রোজিনা খুবই ভালো মনের একজন মেয়ে। আমরা একত্রে অনেকগুলো সিনেমায় কাজ করেছি। দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করাতে এলাকাবাসীর জন্য অনেক খুশির খবর। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি রোজিনার মতো যেন সবাই তৌফিক অনুযায়ী ইসলামের পথে সহযোগিতা করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com