টাঙ্গাইল জেলা বারের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট কবির হোসেন উজ্জ্বলের নেতৃত্বে আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে আইনজীবীদের দলটি শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পার্টিকে সুসংগঠিত করতে আইনজীবীসহ উপস্থিত নেতা-কর্মীদের দিক নির্দেশনা দেন জিএম কাদের।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আ. ছালাম চাকলাদার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল আলম প্রমুখ।