বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভী।
শনিবার বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে পাঠানো অভিনন্দন বার্তায় পাকিস্তানের রাষ্ট্রপতি লিখেছেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জাতীয় দিবসে আমার উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
পাকিস্তানের রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে গভীরভাবে মূল্যায়িত করে এবং দুই দেশের জনগণের স্বার্থে এ সম্পর্ককে আরও মজবুত ও সুদৃঢ় করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।
আরিফ আলভী অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।