রাশিয়ার সর্বাত্মক হামলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। দেশ ছাড়ছেন শত শত মানুষ। এরই মাঝে ইউক্রেনে হাজির হলেন হলিউডের অভিনেতা শন পেন। সম্প্রতি ইউক্রেনের এক সরকারি সংবাদ সম্মেলনে তাকে দেখা যায়।
ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনে প্রবেশ করে রাশিয়া যা যা ধ্বংস করছে, সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করছে তা রেকর্ড করতে এই মুহূর্তে কিয়েভে রয়েছেন শন পেন। এসব ঘটনা নিয়ে তিনি একটি ডকুমেন্টারি বানাবেন। যার মাধ্যমে বিশ্ব জানতে পারবে যে ঠিক কী হয়েছিল ইউক্রেনে।
সত্যিটা বিশ্বের কাছে পৌঁছনোর জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে এসেছেন শন পেন। ইউক্রেন সরকারের পক্ষ থেকে অভিনেতা পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, ‘শন পেনের সাহস ও সততায় মুগ্ধ ইউক্রেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ।’
এর আগেও একাধিক যুদ্ধবিরোধী তথ্যচিত্র তৈরি করেছেন শন, যেগুলো বিশ্ব জুড়ে প্রশংসাও কুড়িয়েছে। গত বছরের নভেম্বর থেকে ইউক্রেন নিয়ে একটি তথ্যচিত্র বানানোর পরিকল্পনা ছিল শনের। শুরু হয়েছিল প্রস্তুতিও। তবে এরই মধ্যে শুরু হল যুদ্ধ।
চলতি সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার সেনা ঢুকে পড়ার পর লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং পানি সংকটে পড়েছেন। শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।