শেষ বিকেলে স্পিনার সাইমন হারমার এলোমেলো করে দিলেন সব। উইকেটের সাহায্য পেয়ে বল হাতে একে একে ফেরালেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক আর মুশফিকুর রহিমকে। তার আগে হারমারের শিকার সাদমান ইসলাম। দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে গুটিয়ে দিনে বড় সংগ্রহের দিকে ছুটছিল বাংলাদেশ। কিন্তু বিকেলে সাইমনের এক স্পেলেই নেই তিন উইকেট। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। এখনো পিছিয়ে ২৬৯ রানে।
কোথায় থামবে বাংলাদেশের প্রথম ইনিংস? এ নিয়ে এখনই ভাবনা নেই বাংলাদেশ দলের। আপাতত তৃতীয় দিনের সকালের সেশনটা পুরোপুরি খেলতে চায় সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা শেষে সেটাই বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘টেস্ট ক্রিকেটে সবসময় সুযোগ থাকে। ওরা ভালো ব্যাটিং করেছে। আমরাও ভালো জায়গায় বল করেছি। সবসময় সুযোগ থাকে টেস্ট ক্রিকেটে। যে কেউই ভালো রান করতে পারে। নয় নম্বরে ব্যাটসম্যানেরও অনেক রান করার রেকর্ড আছে। ৫০ মেরেছে। ১০০ রানের জুটি গড়েছে। তারপরও আমাদের বোলাররাও ভালো করেছে। চেষ্টা করব প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’
এখন উইকেটে আছেন মাহমুদুল হাসান, সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে আছেন তাসকিন আহমেদ। মাঠের বাইরে আছেন তিনি নিজে, ইয়াসির আলি রাব্বি, ও দারুণ ছন্দে থাকা লিটন দাস। তাই এখনই হতোদ্যম হচ্ছেন না মিরাজ। বললেন, ‘এখনো অনেক বাকি আছে। এখনোই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমনই হয়। যারা বেশি ভালো খেলবে তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছে, রাব্বি আছে, আমি আছি। যত দূরে যেতে পারি, চেষ্টা করব। যত দূরে যাব ততো ভালো হবে। ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যতো দূরে যেতে পারি, সেটাই ভালো হবে।’
১ উইকেটে ৮০ থেকে ৯৪ রানে নেই ৪ উইকেট। বিকেলে উইকেট থেকে সাহায্য পেয়েছেন প্রায় সাড়ে ৬ বছর পর টেস্ট খেলতে নামা হারমার। টার্নের সঙ্গে কখনো বাড়তি বাউন্ড আবার কখনো নিচু হয়ে ভেতরে ঢুকেছে বল। সারাবছর স্পিন খেলা বাংলাদেশের দলের ক্রিকেটারদের হঠাৎ স্পিনের বিপক্ষে এমন ভুগতে হচ্ছে কেন?
মিরাজ বললেন, ‘আমরা যে অনুশীলন করেছি—স্পিনারদের বলে আউট হলেও কয়েকটা বেশ ভালো বলে আউট হয়েছে। স্পিনারদের হেল্পও ছিল। ওরা ভালো জায়গায় বোলিং করেছে। টার্ন করেছে, বল নিচু হয়েছে। চ্যালেঞ্জটা নিতে পারলে আরও ভালো হতো। উইকেট দ্রুত পড়ে যাওয়াতে দলের জন্য খারাপ। তবে কাল একটা সুযোগ আছে, জয় তো ভালো ব্যাটিং করছে।’
স্পিনার সামলে দলের রান বাড়াতে মানসিকতা শক্ত রাখতে চান মিরাজ, ‘স্পিনাররা তো হেল্প পাচ্ছেই। দেখেন, ওদের সব উইকেট স্পিনারই নিয়েছে। বল টার্ন করছে, একটু নিচু হচ্ছে—যেটা কঠিন। তবে ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে। জয় ভালো করছে। মেন্টালি স্ট্রং থাকলে আরও কাছাকাছি যেতে পারব।’