নির্বাচন বিধি অমান্যের অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে নির্বাচন কমিশন। দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার সোয়াত জেলায় জেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে। গত ১৫ মার্চ এক আদেশে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছিল— প্রচারণায় পাকিস্তানের কেন্দ্রীয় আইনপরিষদের কোনো সদস্য উপস্থিত থাকতে পারবেন না।
কিন্তু নির্বাচন কমিশন এই আদেশ জারির একদিন পরই সোয়াতে নিজ দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (টিআইপি) এক সমাবেশে উপস্থিত ছিলেন ইমরান খান। সেখানে নিজ দলের প্রার্থীকে জয়ী করতে সোয়াতের জনগণকে আহ্বানও জানান তিনি।
পাকিস্তানের জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সোয়াত জেলা পরিষদের নির্বাচন নিয়ে এর আগেও নির্বাচন বিধিভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইমরান। তবে সেবার কেবল নোটিশ জারি করে পাক প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন।
এদিকে, নির্বাচন কমিশনের জরিমানার আদেশের বিরুদ্ধে ইসলামাবাদের হাইকোর্টে ইতোমধ্যে পিটিশন জমা দিয়েছে টিআইপি হাই কমান্ড। সেখানে বলা হয়েছি, ‘নির্বাচন কমিশনের এই আদেশ ভিত্তিহীন, কারণ সম্প্রতি পাকিস্তানের নির্বাচনী প্রচারণা সম্পর্কিত আইনে পরিবর্তন আনা হয়েছে।’