অনেকটা নিশ্চিতই ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এই সিরিজে থাকছেন না প্রোটিয়াদের পাঁচ তারকা। অনভিজ্ঞ এক স্কোয়াডই ঘোষণা করেছে তারা।
দেশের খেলা বাদ দিয়ে আইপিএল খেলার সিদ্ধান্তটা এসেছে ‘সর্বসম্মতিক্রমেই’। মূলত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এ বিষয়টা খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়াতেই এসেছে রাবাদাদের এই সিদ্ধান্ত।
বিসিসিআইয়ের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন আইপিএলের জন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র দিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা, আর এই সময় কোনো সিরিজও এতদিন আয়োজন করেনি। চলতি বছর আইপিএলের কলেবর বেড়েছে, যার ফলে বাংলাদেশ সিরিজের শেষ দিকের কিছু সময়ও পড়ে গেছে এই আওতায়।
তবে দুই পক্ষের যে চুক্তি ছিল, তাতে কোনো নড়চড় হয়নি এখনও। সে কারণেই খেলোয়াড়দের ওপর সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। খেলোয়াড়রা বেছে নিলেন আইপিএলকে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সামনের সারির সব পেসারকে হারিয়েছে দলটি। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি দুজনেই পাঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ, মার্কো ইয়ানসেন খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আনরিখ নরকিয়া বাংলাদেশ সিরিজে আগেই ছিলেন না চোটের কারণে। আইপিএলের জন্য তাকে ছাড়বে কি-না দক্ষিণ আফ্রিকা তা এখনো জানা যায়নি।
তারকাদের অনুপুস্থিতিতে দুই পেসার লিজাড উইলিয়ামস ও ডারিন ডুপাভিলনকে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। তাদের কারোই টেস্ট অভিষেক হয়নি। তাদের সঙ্গে পেস বোলিং আক্রমণ সামাল দেবেন ডুয়ানে অলিভিয়ের, লুথো সিপামলা, গ্লেন্টন স্টুয়ারম্যান।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, ড্যারিল ডুপাভিলন, সারেল এরউই, সিমোন হারমার, কেশভ মাহারাজ, উইয়ান মালডার, ডুয়ানে অলিভিয়ের, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, লুথো সিম্পালা, গ্লেন্টন স্টুরমান, কাইল ভেরাইনি, লিজাড উইলিয়ামস এবং খায়া জোনডো।