সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই চলতি মাসে ভারত সফর করতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যদিও এই সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি সফরের তারিখও এখনও ঠিক করা হয়নি।
তবে শেষ পর্যন্ত তিনি ভারতে গেলে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) ভয়াবহ সংঘর্ষের পর শীর্ষস্থানীয় কোনো চীনা নেতার সেটিই হবে প্রথম সফর। বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের আগে তার নেপালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য লাদাখ পরিস্থিতি সমাধানের জন্য ভারত ও চীন সামরিক পর্যায়ের আলোচনা চালিয়ে গেলেও সেসব আলোচনায় খুব একটা সফলতার মুখ দেখা যায়নি।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, চীনের পক্ষ থেকে ভারতের কাছে এই সফরের প্রস্তাব করা হয়েছে। ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ, ভুটানেও যাওয়ার পরিকল্পনা আছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ওয়াং ই আগামী ২৬ মার্চ নেপাল সফরে যাবেন। তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং নেপালের আগে না পরে ভারতে সফর করতে চান, সেটি স্পষ্ট নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই নিয়ে কিছু বলা হচ্ছে না। অবশ্য নেপাল হয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
উল্লেখ্য, গত গত ১১ মার্চ ১৫তম আলোচনায় বসেছিল ভারত ও চীনের সামরিক বাহিনীর শীর্ষ কর্তারা। এরপরই এক বিবৃতিতে সেনা প্রত্যাহারের দাবি করে চীন। তবে কোনো এলাকা থেকে বাহিনী পুরোপুরি সরে গিয়েছে কি না তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।