ঐতিহ্য প্রকাশিত ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ মার্চ) ঐতিহ্য প্রকাশনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিনী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম ও সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হক রাষ্ট্রপতির নিকট প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে সদ্য প্রকাশিত ১৯ হাজার ১১২ পৃষ্ঠার ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র হস্তান্তর করেন।
সৈয়দ শামসুল হকের প্রকাশিত, অপ্রকাশিত, অগ্রন্থিত সমুদয় রচনার বহু প্রতীক্ষিত এই সংকলন অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই রচনাসমগ্রের বিশেষ আকর্ষণ সৈয়দ হক রচিত চলচ্চিত্রের চিত্রনাট্য, তার লেখা বিখ্যাত গান, স্ত্রী এবং স্বজনকে লেখা একগুচ্ছ দুষ্প্রাপ্য পত্র, ইংরেজি রচনা এবং সৈয়দ শামসুল হক অঙ্কিত চিত্রকর্মের প্রতিলিপি। এমন বহু রচনা এই সমগ্রে অন্তর্ভুক্ত হয়েছে যা ইতোপূর্বে কোথাও প্রকাশিত হয়নি।