শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪.৪৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে গৃহপরিচারিকার চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে এক কিশোরীকে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। পরে ওই কিশোরীকে রতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার (৯ মার্চ) দুপুরে রায়পুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার খেঁজুরতলা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- দুলাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম।

পুলিশ ও কিশোরী জানায়, ঘরে অভাব থাকায় কিশোরী গৃহপরিচারিকার কাজ করার আগ্রহ প্রকাশ করে। এতে রোববার (৫ ফেব্রুয়ারি) জাকির নামে এক বখাটে তাকে উপজেলার চরআবাবিল গ্রাম থেকে রায়পুর পৌর শহরে নিয়ে আসে। জাকির তাকে রায়পুরের নতুন বাজার এলাকার মুদি দোকানি দুলালের বাসায় নিয়ে রাখে। কিশোরীর অজান্তের রাজিব তাকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেয়।

পরে মঙ্গলবার (৮ মার্চ) রাতে দুলাল ও তার স্ত্রী ফাতেমার সহযোগিতায় ৪-৫ জন যুবক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর দাদিকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com