শেন ওয়ার্ন চলে গেছেন। সবাই এখন তাকে নিয়ে শোকে ডুবে আছেন। ইতিহাসের সেরা লেগ স্পিনারের বন্দনায় মেতেছে ক্রিকেটাঙ্গন। এমন সময় ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার করে বসলেন বেখাপ্পা এক মন্তব্য।
ওয়ার্নের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার অজি স্পিনারকে ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার বলে মনে করেন না বলে জানিয়েছিলেন। কারণ হিসেবে ভারতে ওয়ার্নের রেকর্ডকে তুলে ধরেছিলেন তিনি।
ইন্ডিয়া টুডেতে তার মন্তব্যটা ছিল এমন, ‘ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের রেকর্ড দেখুন। সেটা বেশ সাধারণ ছিল। ভারতে সে নাগপুরে মাত্র একবার পাঁচ উইকেট পেয়েছে। তিনি ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে খুব বেশি সাফল্য পাননি। সেই সময়ে ভারতীয় খেলোয়াড়রা খুব ভালো স্পিন খেলত। আমার মনে হয় না আমি তাকে সেরা বলব। ভারতের বিরুদ্ধে মুতিয়া মুরালিধরন যত সাফল্য পেয়েছে, তার ভিত্তিতে আমি তাকে আমার বইয়ে ওয়ার্নের উপরে স্থান দেব।’
এই মন্তব্যের পর থেকে সমালোচনার মুখে পড়েছেন গাভাস্কার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিতর্কের জবাব দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ভারতের সাবেক অধিনায়ক। যেখানে তিনি স্বীকার করেছেন, ওই মন্তব্য করা ঠিক হয়নি।
গাভাস্কা বলেছেন, ‘গত সপ্তাহ ক্রিকেটের জন্য খুব বেদনাদায়ক ছিল, আমরা খেলার সবচেয়ে আইকনিক দুই ক্রিকেটারকে হারিয়েছি – রড মার্শ এবং শেন ওয়ার্ন। একজন উপস্থাপক আমার কাছে জানতে চেয়েছিল যে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, এরপর আমি আমার সৎ ব্যক্তিগত মতামত দিয়েছিলাম।’
‘শেষ পর্যন্ত এটাই বলতে পারি যে, সেই সময় এই প্রশ্নটা করা উচিত ছিল না বা আমার উত্তর দেওয়াটাও উচিত হয়নি। কারণ সেই মুহূর্তটা কোনও তুলনা বা সমালোচনা করার মতো ছিল না। খেলার মান বৃদ্ধি করা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ওয়ার্ন। রড মার্শ সেই উইকেটরক্ষকের মধ্যে একজন যাকে এই খেলা সেরার মর্যাদা দিয়েছে। তার আত্মার শান্তি কামনা করি।’