শ্রীলঙ্কার বামপন্থী দল পিপলস লিবারেশন ফ্রন্টের (জেভিপি) নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন সিপিবির নবনির্বাচিত কমিটির নেতারা। সোমবার পল্টন মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সিপিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই পার্টির নেতারা দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।
তারা বামপন্থী শক্তিকে সংহত করে এ অঞ্চলের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। দুই পার্টির আন্তঃসম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় ও জীবন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য বৈঠকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. ফজলুর রহমান, হাসান তারিক চৌধুরী, কমরেড মানবেন্দ্র দেব এবং জেভিপির সাধারণ সম্পাদক কমরেড তিলভিন সিলভা, জেভিপির কেন্দ্রীয় নেতা কমরেড বিমল রত্মায়েক উপস্থিত ছিলেন।