নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট নেই। এজন্য ‘যাযাবর’ দলের তকমা পড়েছে আফগানিস্তানের গায়ে। কখনো ভারত আবার কখনো সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ‘ঘরের মাঠ’ হিসেবে কাজ চালায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে আফগানরা, বাংলাদেশকে নিজেদের ‘ঘরের মাঠ’ বানাতে চায় তারা।
দিন দুয়েক আগে শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের একটি ওয়ানডেন সিরিজ এবং ২ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের ফরম্যাট দিয়ে শেষ হয় দুই দলের মাঠের লড়াই। যেখানে সবশেষ ম্যাচ মাঠে গড়ায় গত ৫ মার্চ। সে ম্যাচ শেষে এ বিষয়ে বিসিবিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে এসিবি।
দুই বোর্ডের মধ্যে একটি বৈঠকও হয়েছে। সে বৈঠকে উপস্থিত ছিলেন আফগান বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইশ আশরাফ, প্রধান নিবার্হী নসিব খান। বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক জালাল ইউনুস এবং প্রধান নিবার্হী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আফগানদের তরফ থেকে প্রস্তাব পেলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বাংলাদেশে আফগানদের ‘ঘরের মাঠ’ বানাতে দেওয়ার বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এদিকে বাংলাদেশ ছাড়ার আগে আফগান লেগ স্পিনার রশিদ খান এদেশের সংবাদমাধ্যমকে জানিয়ে গেছেন, নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান তারা। যেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার ইচ্ছে পোষণ করেন তিনি।
রশিদ বলেন, ‘নিজ দেশে খেলা আমার সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বকাপ জয়ের চেয়েও এটা আমার কাছে বড় স্বপ্ন। হোম কন্ডিশনে খেলা বাংলাদেশ দলকে সমর্থন জানাতে দেখলাম দর্শকদের, এটা অন্যরকম এক অনুভূতি। আমি আমার দেশেই এই অনুভূতিটা পেতে চাই। এটা প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। বিশেষ করে আফগানদের জন্য। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মত একটি দলকে আপনারা আতিথেয়তা দিচ্ছেন,আশা করি এটা একসময় হবে, কারণ আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’