তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িতব্য গ্যাস নেটওয়ার্ক প্রতিস্থাপন শীর্ষক প্রকল্পের ডকুমেন্ট প্রণয়নের জন্য গঠিত কমিটিতে সদস্য মনোনয়ন দিয়েছে ঢাকা ওয়াসা।
শুক্রবার (৪ মার্চ) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর ইতোমধ্যে ওই কমিটিতে ওয়াসার নির্বাহী প্রকৌশলী আল আমীনকে মনোনয়ন দিয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চিঠি পাঠিয়েছেন।
সচিব শারমিন হক আমীর চিঠিতে উল্লেখ করেছেন, তিতাস গ্যাসের নিজস্ব অর্থায়নে ঢাকা জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন মহাসড়কে গ্যাস নেটওয়ার্ক প্রতিস্থাপন শীর্ষক প্রকল্পের টেন্ডার ডকুমেন্ট প্রণয়নের জন্য গঠিত কমিটিতে ঢাকা ওয়াসার মডস জোন ১ এর নির্বাহী প্রকৌশলী আল আমীনকে মনোনয়ন দেওয়া হলো।
এ সংক্রান্ত চিঠি তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লার কাছে ঢাকা ওয়াসার পক্ষ থেকে পাঠানো হয়েছে।