বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিশরের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৪.২২ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিশরের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার (৩ মার্চ) মিশরের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামদি লুজার সঙ্গে দেশটিতে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি এ সহায়তা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী মিশর সরকারকে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা করার জন্য দেশটির বন্ধুপ্রতীম দেশগুলোকে রাজি করাতেও অনুরোধ জানান। বৈঠকে মিশরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার উল্লেখ করে উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেন।

তিনি বলেন, উভয় পক্ষের উচিত উপযুক্ত কর্মসূচি গ্রহণের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করা।

বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তাসহ কৃষি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই ব্যবসায়িক প্রতিনিধিদল এবং চেম্বার কর্মকর্তাদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। কায়রোতে চলতি বছর নভেম্বরে কপ-২৭ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ মিশরকে আশ্বাস দেন।

একই দিনে প্রতিমন্ত্রী শাহরিয়ার মিশরের পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী হালা হেলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মিশরকে বাংলাদেশের তুলা খাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এছাড়া প্রতিমন্ত্রী মিসরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী, পর্যটনমন্ত্রী, সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলের প্রধান নির্বাহী এবং ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্যমন্ত্রী নেভিন গামিয়ার সঙ্গে বৈঠকে উভয় পক্ষের সম্ভাব্য খাত চিহ্নিত করার বিষয়ে একমত পোষণ করে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আফ্রিকায় রফতানি বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

মিসরের পর্যটনমন্ত্রী এডি খালেদ এল-আনানির সঙ্গে বৈঠকে ঢাকা-মিসর সরাসরি ফ্লাইট চালুর জন্য সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পর্যটন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন তিনি। মিসরে বাংলাদেশের বিনিয়োগের জন্য প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলের প্রধান নির্বাহী ইয়াহিয়া জাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com