তিন কোটি ৪৫ লাখ টাকা জমা দেওয়ার শর্তে অর্থ আত্মসাতের মামলায় প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা এফ এম শামসুল ইসলাম ফয়সালকে জামিন দিয়েছেন হাইকোর্ট। টাকা জমা দেওয়ার রশিদ আদালতে দাখিল করার পর তিনি জামিনে মুক্ত হতে পারবেন।
মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ভল্ট থেকে ৩ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তা এফএম শামসুল ইসলাম ফয়সালের বিরুদ্ধে গত বছরের ২০ জানুয়ারি প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় ব্যাংকের ম্যানেজার সেলিম রেজা খান শামসুল ইসলাম ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ১২ ফেব্রুয়ারি ফয়সালের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়েও মামলা দায়ের করা হয়।