তিন অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
একই বিভাগে বদলি হয়েছেন অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা।
এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. এ খালেক মল্লিককে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।