ইউক্রেনে চলমান সংকট বাংলাদেশ পর্যবেক্ষণ করছে। এ ক্ষেত্রে কোনো পক্ষ নেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
সোমবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আজকের মন্ত্রিসভা বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্দেশনা একটা ছিল, যারা ইউক্রেনে আছে, তারা যেন শেল্টার পায় বা তাদের সরিয়ে আনার চেষ্টা করা হয়। আর এ যুদ্ধের ব্যাপারে আমরা এখনো পর্যবেক্ষণ করছি। আমরা কোন সাইড নিচ্ছি না। যুদ্ধ আমরা সমর্থন করি না। তাই এ মুহূর্তে আমাদের কোনো বক্তব্য নেই।
বিএনপিকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন যথেষ্ট সক্ষম। দেশে এখন একটি নির্বাচিত এবং বৈধ সরকার রয়েছে। এ ধরনের আন্দোলনের হুমকি দিয়ে তারা সরকারের পতন ঘটাতে পারবে না।
মন্ত্রী বলেন, তারা নির্বাচন চায় বলে আমার মনে হয় না। নির্বাচনই চায় না, নির্বাচন কমিশন তো পরের কথা। নির্বাচন যদি চাইত তাহলে তারা আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় আসত। ২০১৪ সালেও তারা আমাদের সঙ্গে আলোচনায় আসেনি।
২০১৮ সালে নির্বাচনে আসলেও বিএনপি আন্তরিক ছিল না দাবি করে তিনি বলেন, তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন। খালেদা জিয়া তারেক জিয়া, দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে আছেন। আদৌ নির্বাচন করতে পারবে কী না, সেজন্য তারা যে কোনো মূল্যে এ সরকারের পতন ঘটাতে চায়। কাজেই তারা সেটা (নির্বাচন) চায় না।