জ্যামিতি বক্সের ভেতরে ইয়াবা পাচারকালে চট্টগ্রামের আনোয়ারা থেকে দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- এহসান উল্ল্যাহ (২৫) ও হালিমা বেগম (১৯)। তারা দুই জনই কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। আনোয়ারা এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করি।
এ সময় একটি বাস থেকে দুই আসামিকে আটক করা হয়েছে। পরে তাদের দেখানো সিটের নিচে জ্যামিতি বক্সে প্যাকেট করে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
তিনি বলেন, তারা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে এ দুইজন চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে ইয়াবা পাচার করছিল। তারা নিজেদের স্থানীয় বাঙালি বিবাহিত যুগল বলে পরিচয় দিত।