নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম নরোত্তমপুর গ্রামে পরকীয়ার জেরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে কুয়েত প্রবাসী স্বামীর ঘর ছাড়লো স্ত্রী সুমাইয়া আক্তার (২১)।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) ঘটনার ২০ দিন পর ঐ গৃহবধুর শ্বশুর বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শ্বশুর আব্দুর রব জানান, ২০১৯ সালের মে মাসে তার প্রবাসী ছেলের সাথে পারিবারিক ও সামাজিকভাবে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড় চাঁদপুর গ্রামের আমিন ড্রাইভারের বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে সুমাইয়া আক্তারের সাথে বিয়ে হয়।
বিয়ের দুই মাস পর তার ছেলে পুনরায় কুয়েত চলে যায়। কিছুদিন পর পুনরায় দেশে আসার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রভাবের কারণে সে দেশে আসতে পারেনি। এই সুযোগে নববধু সুমাইয়া একটি ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। অন্যদিকে নববধুর পিতার পরিবার সোনাইমুড়ীর বাংলাবাজার এলাকায় ভাড়া থাকতো।২০২১ সালের ২২ জানুয়ারি ভোরে নববধু স্বামীর বাড়ি কাউকে কিছু না বলে অন্যত্র চলে যায়। পরে বাসায় না ফিরলে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া না গেলে ঘরের লোকজনের পরকীয়ার বিষয়টি অনুমেয় হলে তারা দেখতে পায় ঘরে থাকা ১০ভরি স্বর্ণ ও নগদ ৫লক্ষ টাকাও নেই।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল হক পাটোয়ারী জানান, অভিযোগের আলোকে প্রাথমিক ভাবে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।