সিএনএম প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিলেন দেশের শীর্ষ রকস্টার জেমস।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে (বিএসএমএমইউ) এসে তিনি টিকা গ্রহণ করেন। দেশে স্বতন্ত্র তারকা শিল্পীদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম এই নজির সৃষ্টি করলেন।
জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন জেমস। তিনি মনে করেন, দেশের সকল নাগরিকই এই টিকা নেওয়া জরুরি।
তিনি আরও জানান, শুরু থেকেই টিকা গ্রহণের বিষয়ে পজিটিভ ছিলেন জেমস। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ তিনি হাসপাতালে এসে তা গ্রহণ করলেন।
দেশের তারকা শিল্পীদের মধ্যে সবার আগে করোনার টিকা গ্রহণ করেন নওশীন নাহরীন মৌ। তিনি যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং সেখানে স্বাস্থ্যকর্মী কোটায় তিনি টিকা নেন। আর দেশে অবস্থানরত শিল্পীদের মধ্যে সংসদ সদস্য কোটায় সর্বপ্রথম টিকা নেন সুবর্ণা মুস্তাফা।