আনুষ্ঠানিকভাবে তুরস্কের বাজারে প্রবেশ করেছে টেসলা। ইতোমধ্যেই ইলন মাস্কের টেসলা তুরস্কের বাজারের জন্য জেনারেল ম্যানেজার হিসেবে কামাল গেকারকে নিযুক্ত করেছে।
টেসলার ওয়েবসাইট অনুসারে জানা গেছে, সংস্থাটি আঙ্কারা, আন্টালিয়া, আইদিন, বুরসা, এডিরনে, ইস্তাম্বুল ও কোনিয়াতে সুপারচার্জারের সঙ্গে বাজারে প্রবেশ করছে।
অর্থাৎ স্বাভাবিকভাবেই তুরস্কে হু হু করে চাহিদা বাড়ছে ইলেকট্রনিক গাড়ির। টেসলা আনুষ্ঠানিকভাবে তুরস্কে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ ধরনের গাড়ির চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের বাজারে টেসলার সবগুলো গাড়ি- মডেল এক্স, মডেল ওয়াই, মডেল থ্রি ও মডেল এস পাওয়া যাবে।
এর আগে ২০১৭ সালে ইলন মাস্ক তুরস্ক সফর করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন