হাসপাতালে ভর্তি হয়েছেন ‘আলাদিন’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ নিগাম। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে সিদ্ধার্থ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট শেয়ার করে সিদ্ধার্থ লেখেন, ‘হাই সবাই। গত ৫ দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি নিষ্ক্রিয়। প্রথমে ভেবেছিলাম আমার বুঝি কোভিড হয়েছে। তিন বার পরীক্ষা করার পরেও আমার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে।’
তিনি বলেন, ‘আমি ডেঙ্গুতে আক্রান্ত। আমার জন্য প্রার্থনা করুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।’
এদিকে প্রিয় অভিনেতাকে এভাবে অসুস্থ দেখে চিন্তা বেড়েছে তার ভক্তমহলেও। আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীরাও। করণ বীর বোহরা থেকে শুরু করে গওহর খান, অভিনীত করও তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন।
এমনকি ‘গাল্লি বয়’-এর সিদ্ধান্ত চতুর্বেদীও তার পোস্টে লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠ ভাই।’
এর আগে ‘হিরো- গায়েব মোড অন’-এ দেখা যায় সিদ্ধার্থকে। কিন্তু সেই শো শেষ হয়ে গেছে। অসুস্থ হওয়ার আগে বেশকিছু মিউজিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।