বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ডা. রওশন আরা বেগম।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।
তিনি জানান, বিএমডিসি আইন ২০১০ (৬১ নং আইন) এর বিভিন্ন ধারা অনুযায়ী আগামী তিন বছরের জন্য বিএমডিসির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে অধ্যাপক ডা. মাহমুদ হাসানকে। সহ-সভাপতি অধ্যাপক ডা. রওশন আরা বেগম এবং কোষাধ্যক্ষ করা হয়েছে অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলমকে।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন :
১. ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
২. অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান
৩. অধ্যাপক ডা. মাে. শরিফুদ্দিন আহমেদ
৪. অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান
৫. অধ্যাপক ডা. বায়েজীদ খুরশীদ রিয়াজ
স্থায়ী স্বীকৃতি প্রদান কমিটির সদস্যরা হলেন;
১. অধ্যাপক ডা. এম এ আজিজ (চেয়ারম্যান)
২. অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম
৩. ডা. জামাল উদ্দীন চৌধুরী
৪. অধ্যাপক ডা. মো. নূরুল হুদী
৫. অধ্যাপক ডা. মো. আবুল কাশেম
শৃঙ্খলা কমিটিতে রয়েছেন;
১. ডা. মাে. ইহতেশামুল হক চৌধুরী (চেয়ারম্যান)
২. ডা. রােকেয়া সুলতানা
৩. ডা. মনিরুজ্জামান শাহীন
৪. অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া
৫. শেখ মােহাম্মাদ মােরশেদ
জার্নাল কমিটির সদস্যরা হলেন;
১. অধ্যাপক ডা. মাে. ইসমাইল খান (চেয়ারম্যান)
২. অধ্যাপক ডা. মির্জা মানজুরুল হক
৩. ডা. শাহরিয়ার নবী
৪. অধ্যাপক ডা. মাে. শফিকুল আলম চৌধুরী
এছাড়াও ভবিষ্যৎ সঞ্চয় তহবিলের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. এম এ মান্নান।
উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বাংলাদেশ মেডিকেল কাউন্সিল অ্যাক্টের আওতায় প্রতিষ্ঠিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ আইনের নাম বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ১৯৭৩৷ মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের অনুমোদন দেয় বিএমডিসি। এর ফলে উক্ত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ চিকিৎসক তৈরির ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হয়। এছাড়া মেডিকেল এবং ডেন্টাল পড়াশোনার পর বাংলাদেশে এ সেবা দেওয়ার ব্যাপারে স্নাতক এবং স্নাতকোত্তরদের অনুমোদন দেয় বিএমডিসি। সংস্থাটি বাংলাদেশে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার ব্যাপারেও নীতিমালা প্রণয়ন করে।