সিএনএম ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে প্রশংসা ও সমালোচনা দুটোই কপালে জুটেছে তাপসী পান্নুর। দিনকে দিন আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি।
এবার নতুন ছবি মুক্তি পাচ্ছে তার। গতকাল সোমবার নায়িকার বহু প্রতীক্ষিত ছবি ‘হাসিন দিলরুবা’র টিজার। আর ছবির টিজারটির মুক্তির সঙ্গে সঙ্গেই মুহূর্তে তা ভাইরাল হলো নেটমাধ্যমে।
‘হাসিনা দিলরুবা’র টিজারের পরতে পরতে শুধুই যৌনতা আর টান টান গল্পের ঝিলিক। প্রেম প্রতারণার হাত ধরেই থাকবে অপরাধ আর যৌনতার ভরপুর মিশেল। ছবিতে তাপসীকে রোমান্স করতে দেখা যাবে বিক্রান্ত মেসি এবং হর্ষবর্ধন রানের সঙ্গে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি আর ঠোঁট ঠাসা সেই চুম্বন বেশ কিছুক্ষণ রেশ রেখে যায় ৩০ সেকেন্ডের ছোট টিজারেও।
ছবির টিজার শেয়ার করে তাপসী ইনস্টাগ্রামে লেখেন- ‘প্যায়ার কে তিন রং, খুন কে ছিটেকে সঙ্গ’।
আসছে ২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘হাসিন দিলরুবা’।