1. hrhfbd01977993@gmail.com : admi2017 :
  2. editorr@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
  3. editor@crimenewsmedia24.com : CrimeNews Media24 : CrimeNews Media24
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
সামুদ্রিক সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কে এই সফিক? উত্তরায় খুলেছে নারী বিক্রির হাট কে এই সফিক? উত্তরা খুলেছে নারী বিক্রির হাট। দুবাই, কাতার, সৌদি আরব, মালদ্বীপ, ভারতে পাঁচার হচ্ছে অল্প বয়সি নারী। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী শরীয়তপুরে সড়ক উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ, লুটপাট বন্ধ করার জন্য অভিযোগ জমা পরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার ইবতেদায়ী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা’র নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ঈমান …….. মোঃ মনির হোসেন  পুলিশের নাকের ডগায় গার্ডেন ভিউ ও বি-বাড়িয়া আবাসিক হোটেলের সাইনবোর্ডের অর্ন্তরালে মানব পাঁচার ও নানাবিধ অপরাধ কর্ম

ব্লগসাইট তৈরি করেন নিরাপত্তারক্ষী, নারী সেজে কথা বলেন দিনমজুর

  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৭.০২ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে
ব্লগসাইট তৈরি করেন নিরাপত্তারক্ষী, নারী সেজে কথা বলেন দিনমজুর

সিএনএম প্রতিনিধিঃ

 

একজন নিরাপত্তারক্ষী, আরেকজন দিনমজুর। সাইবার দুনিয়ায় দু’জনের দোস্তি। যৌনতার প্রতি চারপাশের মানুষের আগ্রহ দেখে এ নিয়ে ব্যবসার ফন্দি আঁটেন তারা।
পরিকল্পনা মতো ব্লগসাইট তৈরি করে, সেখানে তরুণীদের আবেদনময়ী ছবি দিয়ে, যৌনতার আমন্ত্রণে আকর্ষণ করেন খদ্দেরদের। আগ্রহীদের কাছ থেকে বুকিং মানি নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীকণ্ঠে কথা বলে বিভিন্ন সার্ভিস সরবরাহের নামে টাকা হাতিয়ে নেয় এই চক্র।

ব্লগসাইটের নাম ঢাকা ট্রাভেল এজেন্সি। ভেতরে প্রবেশ করতেই যৌনতার হাতছানি, পর্যটনের চিহ্নমাত্র নেই। যৌনতার প্রতি আকর্ষণ দেখে দেড় বছর আগে এই ব্যবসার শুরু করেন নিরাপত্তারক্ষী আমিরুল ইসলাম ও তার সহযোগী দিনমজুর শহীদ ইসলাম।

ইউটিউব টিউটোরিয়াল দেখে ব্লগসাইট তৈরি করে আমির। বুকিং মানি দেয়ার পর খদ্দেরদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলে বিভিন্ন সার্ভিসের নামে টাকা হাতিয়ে নিতো শহীদ। যদিও দেয়া হতো না কোনো সার্ভিসই।

গ্রেপ্তার দু’জনে জানায়, যৌনতার ফাঁদ পেতে প্রতিমাসে আয় হতো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা। নিরাপত্তারক্ষী আমিরুল ইসলাম জানায়,’ব্লক সাইট কিভাবে তৈরী করে ইউটিউবে সেটার টিউটোরিয়াল দেখে ব্লক সাইট তৈরী করি। এরপর আমি ২৬০টাকা সার্ভিস চার্জ নির্ধারণ করি। তখন কেউ কল করলে আমি ডাটাটা ওকে ট্রান্সফার করে দিতাম।’

দিনমজুর শহীদ ইসলাম জানায়,’আমি আগে থেকেই রিয়া আক্তার নামে আইডি চালাতাম। উনি আমাকে নাম্বারগুলো পাঠাতো, কিভাবে টাকা নিবা, কতো নিবা এগুলো সেগুলো আমি কাস্টমারের কাছে চাইতাম।’

দু’জনের ইলেকট্রনিক ডিভাইস পর্যালোচনা করে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো খদ্দেরের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ (গুলশান) উপ কমিশনার মশিউর রহমান বলেন,’এরা আসলে একেবারেই প্রতারক শ্রেণির লোক। এরা আসলে কোন ব্রথেল চালায় না। মানষিকভাবে দেউলিয়া, নৈতিকভাবে দেউলিয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল।’

যৌনতাকে ঘিরে মূল্যবোধের বিচ্যুতি, ব্যবসা, প্রতারণা আর অপরাধের মাত্রা যেমন বাড়ছে, তেমনি জড়িয়ে পড়ছে ধারণার বাইরে থাকা শ্রেণি-পেশার লোকরাও- বলছেন সমাজবিজ্ঞানীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার বলেন,’যাদের ছবি ব্যবহার করা হচ্ছে তারা কিন্তু থার্ডপার্টি। তারা কিন্তু এই ডিম্যান্ড সাপ্লাইয়ের কোথাও নেই। এর ফলে অনেকের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’

পারিবার ও সমাজ কার্যকর ভূমিকা পালন না করলে নৈতিক বিচ্যুতি দিন দিন আরও বাড়বে বলে হুঁশিয়ার করেন বিশেষজ্ঞরা।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_crimenew87
© All rights reserved © 2015-2021
Site Customized Crimenewsmedia24.Com