সিএনএম প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নূর মোহাম্মদের বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন গরুর মাংস খাবারের সময় তাতে আরবিতে লেখা ‘আল্লাহু’ দেখতে পান।
শুক্রবার (২৮ মে) রাতে ‘আল্লাহু’ লেখা ভেসে উঠার ঘটনা ঘটেছে। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক স্থানীয়রা তা একনজর দেখার জন্য ভিড় করতে থাকেন।
আবুল হোসেন জানিয়েছেন, সকালে স্থানীয় একটি কসাইয়ের দোকান থেকে আধা কেজি গরুর মাংস কিনেন তারা। সেই মাংস রান্না করে খাবারের সময় এক টুকরো মাংসতে দেখেন ‘আল্লাহু’ লেখা ভেসে উঠা। তিনি তাৎক্ষণিক বিষয়টি আশপাশের মানুষদের জানান।
বাড়িওয়ালা নূর মোহাম্মদ জানিয়েছেন, এই রাত ১০টার সময়ও এত মানুষ কিভাবে খবর পেল বুঝতে পারছি না। বাড়ির পাশের সড়কে শত শত মানুষ ভিড় করছে। মানুষকে বারবার নিষেধ করেও ঠেকাতে পারছি না। তারা মাংসটিকে দেখবেই।